Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লৌহজংয়ে থামছে না বালু উত্তোলন ও মাটিকাটা

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ড্রেজারের মাধ্যমে ফসলী জমি থেকে মাটি কাটা ও ভরাট করার উৎসব চলছে। স্থানীয় প্রশাসন জরিমানা করেও থামানো যাচ্ছে না, জমি থেকে অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলন। গত মাসে উপজেলার বৌলতলী ইউনিয়নে কৃষি জমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কেটে বৌলতলী মন্দিরের পাশে ভরাট করার অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে। সরেজমিনে দেখে যায়, গত ১ সপ্তাহ ধরে প্রবাবশালী ড্রেজার মালিক লিটন ও মনির পুনঃরায় ড্রেজারের মাধ্যমে কৃষি জমি কেটে ভরাট করছে।

স্থানীয়রা জানান, এই প্রবাবশালী ড্রেজার মালিকরা বিভিন্ন মহল ম্যানেজ করেই ড্রেজার চালায়, আমরা প্রতিবাদ করলে উল্টো নির্যাতনে শিকার হতে হয়।

বৌলতলী ১নং ওয়ার্ড ইউপি সদস্য রফিক মৃধা জানান, ড্রেজারে মাটি কাটা ও ভরাট এটা তাদের বিষয় এবং যেহেতু এটা আমার এলাকা তাই কম বেশি তো জানবোই এর আগে জরিমানা করছে এটাও জানি এবং এখন আবার ভরাট করছে এটাও দেখছি। এটা আইনের বিষয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার জানান, কৃষি জমি কেটে মাটি ভরাটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত ২৭ জুলাই রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড বৌলতলী মন্দিরের পাশে এবং একই ইউনিয়নের পয়শা পশ্চিমপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ড্রেজারের মালিক দুই সহোদর লিটন হোসেন ও মনির হোসেনকে ১ লাখ ২০ জরিমানা করা হয়। এবং ড্রেজারের পাইপ কেটে নষ্ট করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ