Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংক নোটিশে গ্রেফতার আতঙ্ক

কলাপাড়ায় হতদরিদ্রদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০১৬ সালে কারো কাছ থেকে রাস্তার মাটি কাটার কাজ করার কথা বলে নেয়া হয়েছে ভোটার আইডি ও ছবি। আবার কারো কাছ থেকে বীমার একাউন্ট করিয়ে দেয়ার কথা বলে নেয়া হয়েছে ছবি ও এনআইডি কার্ড। এসময় স্বাক্ষরও নেয়া হয়েছে হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের কাছ থেকে। মূলত একটি সমিতি গঠন করা হয়েছিলো তখন। আর এ কাজগুলো করেছেন তৎকালীন স্বনির্ভর বাংলাদেশের কর্মকর্তা মনিরুজ্জামান, মাকসুদা ও জাহানারা। আর তাদের এ কাজে সহযোগিতা করেছেন নীলগঞ্জ ইউনিয়নের আবাসনের ওই সমিতির সভানেত্রী পিয়ারা। পরে এ ভোটার আইডি ও ছবি ব্যবহার করে সোনালী ব্যাংকের আওতায় স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের নামে উত্তোলন করা হয়েছে ৩৫-৫০ হাজার টাকা লোন। আর এ টাকা পুরোটাই আত্মসাত করেছে প্রতারক চক্র। দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করায় সোনালী ব্যাংক থেকে নোটিশ করা হয়েছে এসব হতদরিদ্রদের নামে। বর্তমানে প্রেরিত এ নোটিশে গ্রেফতার আঙ্কক ছড়িয়ে পড়েছে এসব পরিবারের মাঝে। তাই এ প্রতারনার খপ্পর থেকে বাচতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে অসহায় পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হতদরিদ্র শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতারিত হওয়া পরিবারের সদস্যরা বলেন, ২০১৬ সালে ব্যাংকে বীমা করার কথা বলে তার কাছ থেকে ছবি ও আইডি কার্ড নিয়েছে মনির, মাকসুদা, জাহানারা ও সভানেত্রী পিয়ারা। কখনোই তারা সোনালী ব্যাংকে যাননি বলে জানান। বর্তমানে তার নামে ৬৫ হাজার ৭৮১ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়েছে। এতে তারা অনেকটা আঙ্ককিত হয়ে পড়েছেন। একই এলাকার বজলুর রহমান জানান, মাটি কাটার কথা বলে তার কাছ থেকেও নেয়া হয়েছে ছবি ও আইডি কার্ড। বর্তমানে তার নামে ৭৬ হাজার ৩৫৬ টাকা পরিশোধের নোটিশ করা হয়েছে। এতে তিনি অনেকটা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

তৎকালীন স্বনির্ভর বাংলাদেশের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আমি বর্তমানে অন্য একটি ফার্মে চাকরি করি। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখার ব্যবস্থাপক নাজমুল আহসান কতজনকে নোটিশ করা হয়েছে এ তথ্য দিতে তিনি অপরাগত প্রকাশ করেন এবং তথ্য চেয়ে আবেদন করতে বলেন। তবে তিনি বলেন, যাদের নোটিশ করা হয়েছে সবার সবধরনের কাগজপত্র ব্যাংকে সংগ্রহীত আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ