রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের রাউজানে সজল বড়ুয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সজল বড়ুয়া কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়ার মৃত নির্মল বড়ুয়ার ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। জানা গেছে, নিজ ঘরের ভেতর বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল সজল বড়ুয়ার লাশ। সকালে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যদের খবর দেয়। স্থানীয়রা জানান, নিহত সজল বড়ুয়া অনেক বছর প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে আসার পর আর যায়নি। পরে চট্টগ্রাম শহরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত একবছর ধরে তিনি ঘরে থাকতেন। সারাদিন মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকতেন। ধারণা করা হচ্ছে- তিনি ইন্টারনেট ভিত্তিক গেমসে আসক্ত ছিলেন। নিহতের ছোট ভাই সজীব বড়ুয়া জানান, তার বড় ভাই সজল বড়ুয়া ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়ার জন্য ভারতে ভিসা প্রসেসিং করতে যান। কিন্তু সেখান থেকে তার ইউরোপ যাওয়া হয়নি। তাছাড়াও বিদেশ যাওয়ার বিষয়ে তার পরিবার ঋণগ্রস্ত ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আলী আকবর বলেন, ঘটনাটি জেনে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি জানা যায়নি। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।