বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারে মাদরাসার ছাত্রী উত্ত্যাক্তার জের এক বখাটেকে ভ্রাম্যমান আদালত ১০ মাস ১০ দিনের কারাদন্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম শাহপরান (২৬)। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র। শুক্রবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে, মাহমুদের সালমদী এলাকায় মাদ্রাসা থেকে একজন ছাত্রী বাড়ি ফেরার পথে যুবক শাহপরান তাকে উত্ত্যাক্ত করে। পথে পিছু নিয়ে অশালীন কথা বলে। ওই ছাত্রী বাড়ি ফিরে উত্ত্যাক্তর কথা পিতামাতাকে জানায়। ঘটনা বৃহস্পতিবার বিকেলের দিকে।
মাদ্রাসা ছাত্রীর অভিভাবকরা ইভটিজিং এর কথা গ্রামের গণ্যমান্য লোকজনকে জানালে গ্রামবাসী ভীষণ ক্ষেপে যায়। গ্রামের লোকজন ইভটিজার শাহপরানের আটক করে তাকে ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ইভটিজিং এর অপরাধে ১৮৬০ সালের ইভটিজিং আইনে শাহপরান (২৬) কে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মঞ্জুর মোরশেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
AvovBnvRv‡i gv`ivmv QvÎxi D˨v³, eLv‡Ui 10 gvm
10 w`b Kviv`Û
AvovBnvRvi (bvivqYMÄ)Dc‡Rjv msev``vZv :
AvovBnvRv‡i gv`ivmvi QvÎx D˨v³vi †Ri GK eLv‡U‡K åvg¨gvb Av`vjZ 10 gvm 10 w`‡bi Kviv`Û cÖ`vb K‡i‡Q| `ÛcÖvß hye‡Ki bvg kvncivb (26)| †m Dc‡Rjvi gvngy`cyi BDwbq‡bi kÖxwbevm`x MÖv‡gi g„Z †gvm‡jg wgqvi cyÎ| ïµevi mKv‡j Zv‡K †Kv‡U© †cÖiY Kiv n‡q‡Q|
cywjk my‡Î Rvbv‡M‡Q, gvngy‡`i mvjg`x GjvKvq gv`ªvmv †_‡K GKRb QvÎx evwo †divi c‡_ hyeK kvncivb Zv‡K D˨v³ K‡i| c‡_ wcQz wb‡q Akvjxb K_v e‡j| IB QvÎx evwo wd‡i D˨v³i K_v wcZvgvZv‡K Rvbvq| NUbv e„n¯úwZevi we‡K‡ji w`‡K|
gv`ªvmv QvÎxi AwffveKiv BfwUwRs Gi K_v MÖv‡gi MY¨gvb¨ †jvKRb‡K Rvbv‡j MÖvgevmx fxlY †ÿ‡c hvq| MÖv‡gi †jvKRb BfwURvi kvnciv‡bi AvUK K‡i Zv‡K †NivI K‡i| Lei †c‡q Dc‡Rjv wbev©nx Awdmvi iwdKzj Bmjvg NUbv¯’‡j wM‡q BfwUwRs Gi Aciv‡a 1860 mv‡ji BfwUwRs AvB‡b kvncivb (26) †K 10 gvm 10 w`‡bi webvkÖg Kviv`Û cÖ`vb K‡ib| G mgq AvovBnvRvi _vbvi Iwm (Z`šÍ) gÄyi †gvi‡k` NUbv¯’‡j Dcw¯’Z wQ‡jb|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।