Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার রাজস্ব কর্মকর্তা নদীতে পড়ে নিখোঁজ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৭ এএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সার্কেল ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দল্লাহ হেল কাফি (৪২) পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সাতক্ষীরা থেকে বরিশালে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রফিকুল ইসলাম।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ফেরির জন্য ঘাটে অপেক্ষা করছিলেন। তখন ফেরির পন্টুনে গিয়ে হাঁটাহাঁটি করার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বরিশাল থেকে পিরোজপুরে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কর্মকর্তার সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ