Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী। নিহত ব্যক্তি উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ঈমান আলী ও একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে মিনজু আক্তার। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক জানান, নিহত দুজন রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পরে। গতকাল সকালে বাড়ির লোকজন তাদেরকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। এ খবর থানায় দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক শাড়িতে ঝুলন্ত স্বামী-স্ত্রী’র লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত বুধবার রাতের কোন এক সময় তারা দু’জনে আত্মহত্যা করেছে। তবে ঠিক কি কারণে এ আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। তদন্তের পর ঘটনার আসল কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ