বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুটি মামলার এই তিন আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলো, বগুড়া সদরের চাঁদপাড়া গ্রামের নিশাত আনাম ও সৈকত ইসলাম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের মোস্তাফিজুর রহমান হাসান। এই তিন আসামির বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিল র্যাব।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০২০ সালের জানুয়ারিতে এসএসসি পরীক্ষার আগে নিশাত ও সৈকত প্রশ্নপত্র দেওয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। টাকা নেওয়ার পর তারা দিতেন ভুয়া প্রশ্নপত্র। একই কাজ করতেন জয়পুরহাটের হাসানও। হাসানকে গ্রেফতার করা হয়েছিল ২০২০ সালের ফেরুয়ারিতে। এর এক মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন বগুড়ার দুজন। তিনজনই এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তিনজনকেই আলামতসহ গ্রেপ্তার করে র্যাব। এরপর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।