Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৭:০১ পিএম

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের কাঠপট্টির ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্ব এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মী প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক জি.এম রুহুল আমীন,ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতাকর্মী।

কর্মী প্রশিক্ষণ সভায় উপস্থিত বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী রাজনৈতিক দল। আমাদের কর্মীদের অবশ্যই ইসলামী মৌলিক বিধিনিষেধ পালন করতে হবে। সকল নেতাকর্মীদের ইসলামী ভাবধারায় জীবন ধারন করতে হবে যাতে অন্যান্য মানুষ আমাদের দেখে অনুপ্রানিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে এগিয়ে আসে। আমাদের সকলকে একসাথে ইসলামী শাসনতন্ত্রের জন্য কাজ করতে হবে তবে জানমালের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। দেশের মানুষকে যেমন ঈমানের পথে আনতে হবে তেমনি তাদের অধিকার সম্পর্কে তাদের সচেতন করতে হবে।

ছবিঃ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার কর্মী প্রশিক্ষণ সভার একাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ