প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রাক্তন প্রেমিকের নামে মামলা দায়ের করলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অমলা পল। প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে ভিলুপুরাম থানায় ভবনিন্দুর সিং দত্তের নামে মামলা দায়ের করেন তিনি। ইতোমধ্যেই ভবনিন্দুর সিং দত্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অমলা-ভবনিন্দুর মাঝে বন্ধুত্ব তৈরি হয় ২০১৮ সালে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাদের ঘনিষ্ঠতা। বিয়ে করবেন বলেও একাধিকবার বলেছেন এই জুটি। ভবনিন্দু ও অমলা পল যৌথভাবে প্রযোজনা সংস্থা চালু করেন। এতে অনেক অর্থ বিনিয়োগ করেন অমলা। অভিনেত্রীর বাসার পাশেই প্রযোজনা সংস্থার অফিস নেন; সেখানে দুজনেই দেখাশোনা করতেন। পরে ভিলুপুরাম জেলার অন্য একটি শহরে অফিস স্থানান্তর করা হয়। আর সেখান থেকেই টানাপড়েন তৈরি হয়।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরো জানায়, কাগজপত্র নকল করে এ প্রতিষ্ঠানের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অমলাকে। তা ছাড়াও তাদের ঘনিষ্ঠ ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ভবনিন্দুর। পরে ১৬ ধারার অধীনে মামলা করেন অমলা।
উল্লেখ্য, অমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আধো আন্ধা পারভাই পোলা’। তামিল ভাষার এ সিনেমা গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে। বতর্মানে মালায়ালাম ভাষার তিনটি সিনেমা ‘টিচার’, ‘ক্রিস্টোফার’, ‘আদুজিভিথাম’ নিয়ে ব্যস্ত রয়েছেন অমলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।