রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে : দুপচাঁচিয়া উপজেলায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হওয়ায় এবং আশানরূপ হাটেও দাম মেলায় কৃষকের মুখে হাসি ফুঠেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে অত্র উপজেলায় মোট ১৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যা লক্ষ্যমাত্রা অর্জন করে অর্জিত হয়েছে ১৩ হাজার ৭৭০ মেট্রিক টন। ধানের বাম্পার ফলন হওয়ায় এই টার্গেট অতিক্রম হয়েছে। দেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠের সদ্য পাকা সোনালি ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক কৃষক তড়িঘড়ি করে ধান কেটে সেই জমিতে আবার আলু সরিষা ও গম চাষের প্রস্তুতি নিচ্ছে। ধান কাটার পরদিন থেকেই এসব সামান্য রসালো জমির মাটিতে সহজেই কৃষকরা হালচাষ করে প্রস্তুতি নিচ্ছে। দুপচাঁচিয়া উপজেলার ২টি পৌরসভা দুপচাঁচিয়া ও তালোড়া ছাড়াও ৬টি ইউনিয়ন যথাক্রমে দুপচাঁচিয়া সদর, তলোড়া, গোবিন্দপুর, গুনাহার, চামরুল ও জিয়ানগরে প্রতিবছর রংপুর, গাইবান্ধা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ট্রেন ও বাসযোগে কামলারা (শ্রমিক) বাসস্ট্যান্ড, রেল স্টেশনে এসে জড়ো হয়। এসব বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে কামলারা (শ্রমিক) আসা মাত্রই জমির মালিকরা তাদের নিজ নিজ জমিতে কাজের জন্য টানাটানি শুরু করে। সেই সাথে শুরু হয় দর কষাকষি। এবার এই উপজেলায় তিন বেলা খাওয়াসহ ১ হাজার ৯শ থেকে শুরু করে ২ হাজার টাকায় বিঘাপ্রতি ধান কাটা হচ্ছে। বর্তমানে ভেজা ধানই প্রতি মণ ৭২০ থেকে সাড়ে ৭৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ মণ ধানের ফলন হয়েছে। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন “দৈনিক ইনকিলাব”-কে জানান, মাঠে পুরোদমে আমন ধান কাটা হচ্ছে। ইতোমধ্যেই আবাদের অর্ধেক এলাকার ধান কাটা শেষ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাম্পার ফলন হয়েছে। আর ভালো দাম পাওয়ায় এলাকার কৃষকরা দারুণ খুশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।