রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুরে লাল মিয়া (৩৫) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছে। লাল মিয়া উপজেলার বাঘের বাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কৃষি ব্লক সুপারভাইজার লাল মিয়া গত মঙ্গলবার অফিস করে বিকালে টাঙ্গাইল যাওয়ার সময় বাসাইল-টাঙ্গাইল সড়কের ভাতকুড়া বাইপাস মোড়ে হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়, কর্তব্যরত চিকিৎসক তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এনাম হাসপাতালে চারদিন চিকিৎসারত অবস্থায় গত শনিবার সকাল ৬টায় লাল মিয়ার মৃত্যু হয়। ঐদিনই এশার নামাজের পর জানাযা শেষে বাঘের বাড়ি পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের এক পুত্র ও এক কন্যা শিশু সন্তান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।