Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় হাত বাড়ালেই মাদক

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজারসহ উপজেলার আনাচে-কানাচে হাত বাড়ালেই পাওয়া যায় মরণ নেশা মাদক। মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে উঠতি বয়সের ছেলেমেয়েরা। সীমান্তবর্তী জেলা দিয়ে এই উপজেলায় মাদক আসছে ব্যাপক হারে। ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় ঢুকে পড়েছে এ নেশাজাতীয় মাদক। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রভাবশালী একটি মহলের জন্য পারছে না মাদক নিয়ন্ত্রণ করতে। ফরিদপুর জেলার মধ্যে নগরকান্দা উপজেলায় মাদক বিক্রি হয়ে থাকে বেপরোয়াভাবে। এলাকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার এলাকার চর যশোহরদী ইউনিয়নের বাসিন্দারা তিনটি গ্রুপে মাদক বিক্রয় ও সরবরাহ করে থাকে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ১৫/২০ জন ব্যক্তি। তারা হলোÑ কালাম, পিতা- হালিম মাতুব্বর, আখের-পিতা-রহমান মাতুব্বর, এনায়েত, পিতা-সত্তার, আশরাফ পিতা- সেকেনের সবার বাড়ি চাঁদহাট। দ্বিতীয় গ্রুপ বক্কার-পিতা : মজিদ মোল্লা, গ্রাম-সোয়ালদি, ওমর মোল্লা, গ্রাম-কুমারদী, রিপন-পিতা- মালেক ভেন্ডার, গ্রাম-বাজপুটি, গ্রুপ-৩ ফায়কুল, ওবায়দুর রহমান-পিতা : হাবিবুর রহমান মাতুব্বর, জনি-পিতা: মুসা, বিশু-পিতা: হাসান মোল্লা-গ্রাম চাঁদহাট। উপরোক্ত নামীয় ব্যক্তিরা মাদক ব্যবসা করে এলাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। নাম প্রকাশ না করার শর্তে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে। আমরা খবর পেয়ে এলাকায় যেতে যেতে তারা অন্যত্র পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমাদের বড় সমস্যা হচ্ছে প্রয়োজনীয় জনবল নেই। এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার একাধিক ব্যক্তিরা জানান, ১৫/২০ জনের মাদক ব্যবসায়ীরা তিনটি গ্রুপে নগরকান্দা উপজেলায় মাদক নিয়ন্ত্রণ করে আসছে দীর্ঘদিন ধরে। এই মরণনেশা মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এরা এতই শক্তিশালী যে, এদেরকে কেউ কিছু বলার সাহস রাখে না। কেউ প্রতিবাদ করলেই বিভিন্ন কারণ দেখিয়ে নির্যাতনের শিকার হতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ