Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় অর্থ আত্মসাতের মামলায় ইউপি সদস্য কারাগারে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১০:৫৩ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের মামলায় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খানঁকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার ৩১ আগষ্ট দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া আমলী আদালতে হাজিরা দিতে যান উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খানঁ এসময় আদালত উভয় পক্ষের শুনানি শেষে আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আঃ মজিদ খানঁ বাদী হয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খানঁকে আসামী করে পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪৭১ ও ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবারনে জানাগেছে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খানঁ কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার কবরস্থানের জায়গায়, মাঠ,ডোবা ও পুকুর ভরাট করার জন্য প্রকল্প দাখিল করলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ৫৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।

পরে ইউপি সদস্য জাহাঙ্গীর জাহাঙ্গীর হোসেন খানঁ প্রতিষ্ঠানটির সভাপতি আঃ মজিদ খানঁ ও কমিটির অন্য তিন সদস্যের স্বাক্ষর জাল করে গত বছরের ২২ আগষ্ট ভূয়া রেজুলেশন দাখিলের মাধ্যমে প্রকল্পের টাকা উত্তোলন করে ৩০ লক্ষ টাকা আত্মসাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ