বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরায় পাভেলের খুনের মামলার রায়ে এক মুক্তিযোদ্ধার ফাঁসিসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে মুক্তিযোদ্ধা সেলিম আজাদকে মৃত্যুদণ্ড এবং রূমানা পারভীন, আবির হোসেন, মোমেনা খাতুন, জাকির হোসেন, সাইদুর রহমান ও খালিদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মামলার আসামী পক্ষে আইনজীবী ছিলেন এড. রোকনুজ্জামান ও বাদীপক্ষে ছিলেন এড. আবু বক্কর। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজুর পুত্র মেহেদী হাসান পাভেল (২২) এর সাথে আসামী সেলিম আজাদের কন্যা লিমা পারভীনের প্রেমের সম্পর্ক নিয়ে ২০১২ সালের ২৬ আগস্ট মুক্তিযোদ্ধা রেজাউর রহমানের পুত্র মেহেদী হাসান পাভেল খুন হয়।
এ ঘটনায় একই সালের ২৭ আগস্ট মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের পর এ রায় ঘোষণা করা হয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।