Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রবাসীর মা গ্রেফতার

কোম্পানীগঞ্জ ও কবিরহাট (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসীর মাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা চরফকিরা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত রোববার এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে চারজনকে আসামিকে করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আরবের নেছা লাভলী উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাগিদার বাড়ির ছানা উল্যার স্ত্রী।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিক মালয়েশিয়া প্রবাসী। ৪ বছর আগে তার মা-বাবা ভিকটিমসহ তার পরিবারকে জানায় তাদের ছেলে মালয়েশিয়া একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। তাকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে হবে। তখন তরুণী তাদের কথা বিশ্বাস করে তার মা-বাবার মাধ্যমে তার সাথে মোবাইলে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে আশিক তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তরুণী রাজি হয়। গত ১৮ আগস্ট সে মালয়েশিয়া থেকে দেশে আসে। একপর্যায়ে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে আরো দুই দিন ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তাকে বিবাহের জন্য বললে সে বিভিন্ন অজুহাতে তালবাহানা শুরু করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, ওই মামলায় গতকাল সকালে আসামিকে গ্রেফতার করা হয়। পরে একই দিন দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ