বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশু কল্পনা (৭) আক্তারের লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। রবিবার সকালে তার নানার বাড়ির পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত কল্পনা আক্তার উপজেলার গোয়ারিয়া গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে।
পরিবারের লোকজন জানান, গত ২ ডিসেম্বর শুক্রবার দুপুরের পর থেকে কল্পনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঐ দিন বিকেলেই উপজেলা শহরে মাইকিং করা হয়। রবিবার একই গ্রামে তার নানার বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।