Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১:২৮ পিএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ইয়ার্ড শ্রমিকরা।
দাবি মেনে নেওয়ায় রোববার সকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন।
বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছফর উদ্দিন ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বলেন, ‘পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমীন বাবুল আমাদের অফিসে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত বৈঠক করে শ্রমিকদের দাবি মেনে নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ