বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ক্লিনিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউল ইসলাম পরাগের নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মশিউর রহমান ও কেরানীগঞ্জ স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহিনুর রহমান শাহিন।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) অফিসের নামজারি সহকারি মো: শাহাবুদ্দিন শিহাব জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় রহিমা বেগম জেনারেল হাসপাতাল ও স্বদেশ জেনারেল হাসপাতাল নামে দুটি ক্লিনিকে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ক্লিনিক দুটিতে সেবা মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রহিমা বেগম জেনারেল হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ আইয়ুব আলীকে ৫০হাজার এবং স্বদেশ জেনারেল হাসপাতালের ম্যানেজার মোঃ সোহাগ কে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।