বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কুলিয়ারচর পৌরসভার ডাক বাংলা এলাকার মৃত রঞ্জিত চন্দ্র বণিকের ছেলে সুজন চন্দ্র বণিক (৩৪) ও তার ভাই রাজন চন্দ্র বণিক (৩২)।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুজন ও রাজনের চাচি উঠানে কাপড় টানাতে যান। বিদ্যুতের লাইনটি কাপড় টানানোর তারে লাগানো থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। এ সময় সুজন ও রাজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। এরপর প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে কুলিয়ারচর হাসপাতালে নেয়ার পথে সুজন ও রাজনের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান তাদের চাচি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।