বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকমল হোসেনের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কণ্ঠগরজা এলাকা থেকে ড্রেজার মেশিনের সাহায্যে পদ্মা নদী থেকে এ বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু পাইপের সাহায্যে রাখা হচ্ছে কণ্ঠগরজার তিন রাস্তা মোড়ে। সেখানে বিক্রি শেষে ড্রাম ট্রাকে করে নেয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। অন্যদিকে ড্রামে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
তবে চেয়ারম্যানের দাবি, বালু উত্তোলনের স্থানটি পাবনা জেলার। পাবনা জেলা প্রশাসন ইজারা দিয়েছেন। ইজারাদারের কাছ থেকে বালু কিনে এনে তিনি বিক্রি করছেন।
সরেজমিনে দেখা যায়, পদ্মা নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে পাইপের সাহায্যে রাখা হচ্ছে কণ্ঠগরজা তিন রাস্তা মোড়ে। সেখান থেকে এক্সকেভেটর দিয়ে বালু কেটে ড্রাম ট্রাকে ভরা হচ্ছে। ট্রাকগুলো বালু নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। তবে ভয়ে কেউ এ ব্যাপারে মুখ খোলার সাহস পাচ্ছেন না। প্রশাসনের ভ‚মিকাও নীরব।
খোকসা উপজেলা সহাকারী কমিশার (ভ‚মি) মো. ইসহাক আলী জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। যদি ব্যাপারটি আমার এলাকায় হয়ে থাকে, তাহলে এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।