Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল সকালে ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে। নিহত হলেনÑ খোকন মিয়া ও ঝিলন মিয়া। তারা ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে নৌকায় করে হাওরে মাছ ধরতে যান তিন ভাই ও তাদের সঙ্গী একজন। এ সময় হাওরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই খোকন ও ঝিলন মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন তাদের অপর ভাইসহ আরেকজন। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল সকালে হাওরে মাছ ধরতে যান তিন ভাই। মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাই মারা গেছেন। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং আহত অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ