Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাতৃত্বের স্বাদ পেতে নবজাতক চুরি!

চট্টগ্রামে দম্পতিসহ গ্রেফতার ৫

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

শিমু দাশের গর্ভে নষ্ট হয়ে যায় পাঁচ মাসের সন্তান। তার ধারণা, আর কখনো মা হতে পারবেন না। স্বামী রিমন মল্লিকও স্ত্রীর আহাজারিতে দুশ্চিন্তায় পড়ে যান। দুইজন হন্যে হয়ে খুঁজতে থাকেন কোথায় একটি শিশু পাওয়া যায়। একপর্যায়ে পরিচয় হয় একটি মাতৃসদনের কর্মীদের সাথে। তারা আশ^স্ত করেন একটি শিশুর ব্যবস্থা করে দেবেন তারা। অবশেষে ওই মাতৃসদনের তিন কর্মীর সহযোগিতায় এক নবজাতককে চুরি করেন ওই দম্পতি।
তবে পুলিশি অভিযানে শেষ রক্ষা হয়নি। চুরির ৪৮ ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধার এবং ওই দম্পতিসহ পাঁচজনকে পাকড়াও করে পুলিশ। গ্রেফতার অপর তিনজন হলেন- নগরীর বন্দরটিলা নেভি হাসপাতাল গেইটস্থ মমতা মাতৃসদন-২ এর সুপার ভাইজার মো. মোরশেদ আলম , সিকিউরিটি গার্ড মো. সেলিম ও মো. আবুল কাশেম। এদিকে চুরি হওয়া সন্তানকে ফিরে পেয়ে মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতি স্বস্তির নিঃশ^াস ফেলেছেন।
ইপিজেড থানার ওসি আবদুল করিম জানান, গত শুক্রবার ওই হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের দুই দিন পর রোববার বিকেল ৩টায় শিশুটিকে টিকা দেওয়ার কথা বলে মায়ের কাছ থেকে হাসপাতালে নিচতলায় নিয়ে যায় নার্সের পোশাক পরা এক মহিলা। কিন্তু এরপর আর শিশুটিকে ফেরত দেয়া হয়নি। তাৎক্ষণিক শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজসহ কিছু আলামত সংগ্রহ করেন। কথাবার্তায় সন্দেহ হওয়ায় হাসপাতালের তিন কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে তাদের দেয়া তথ্যমতে, সোমবার রাতে আনোয়ারার তৈলারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে শিমু দাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, টাকার বিনিময়ে হাসপাতালের তিন কর্মী শিশু চুরিতে সহযোগিতা করেন। শিমু দাশ ও তার স্বামী রিমন মল্লিক জানিয়েছেন তারা লালন-পালন করার জন্যই শিশুটিকে চুরি করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ