বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘায় স্ত্রীর উপর অভিমান করে স্বামী বাদশা আলী আত্মহত্যা করেছে। গতকাল সকালে এই আত্মহত্যার ঘটনা ঘটে। বাদশা আলী বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের উজির আলী প্রামানিকের ছেলে। সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, বাদশা আলীর অভাব অনটনের সংসার। সে একজন প্রতিবন্ধী। তার ঘরে তিনটি সন্তান রয়েছে। সংসার চালাতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এক পর্যায়ে ছেলে মেয়েদের বাড়িতে রেখে তারা উপার্জনের আশায় ঢাকায় যান।
গত কয়েক দিন আগে তারা ছেলে মেয়েদের দেখার উদ্দেশ্যে ছুটি নিয়ে বাড়িতে আসেন। ছুটি শেষে গত সোমবার স্বামী-স্ত্রী উভয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যেতে যেতে তাদের মাঝে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাগ করে স্ত্রীকে রেখে বাদশা নিজ বাড়িতে ফিরে আসে। ছেলে মেয়েদের সাথে রাতের খাবার খেয়ে আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন দেখেন, সে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
এ বিষয়ে বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের কাউন্সিলর আকরাম হোসেন বলেন, তার আত্মহত্যার খবর পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে সে একজন প্রতিবন্ধী ছিলেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।