বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক সেনা প্রধান হারুন-অর-রশিদকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে দÐাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির লক্ষ্যে ৩ মাসের মধ্যে পেপারবুক প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে।
আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। হারুন অর রশিদ এমএলএম প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লি:র প্রেসিডেন্ট। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় তাকে ৪ বছর কারাদÐ দিয়েছেন বিচারিক আদালত।
হাইকোর্টে হারুন অর রশিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং রবিউল আলম বুদু। দুর্নীতি দমন কমিশনের(দুদক)র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক শুনানিতে অংশ নেন।
এর আগে গত ৯ জুন হাইকোর্টের একই বেঞ্চ ডেসটিনির গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় নিম্ন আদালতে চার বছরের সাজাপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান, কোম্পানির প্রেসিডেন্ট হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে নিম্ন আদালত থেকে তার মামলার নথি তলব করেন। পরে গত ২৯ জুন ৪ বছরের দÐিত হয়ে কারাগারে থাকা সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে ডেসটিনির গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন হারুন-অর-রশিদ। একইসঙ্গে জামিন আবেদনও করেন তিনি।
গত ১২ মে গ্রাহকের ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের দায়ে ডেসটিনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর কারাদÐ দেয়া হয়।
কিন্তু একই মামলায় কোম্পানির প্রেসিডেন্ট হারুন-অর-রশিদকে ৪ বছর কারাদÐ দেয়া হয়। স্বাধীনতা যুদ্ধে অবদানে কথা বিবেচনায় নিয়ে আদালত তার সাজা কমিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।