Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেমায়েত উদ্দিন বীর বিক্রমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : ১৯৭১ সালের ৩ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া শত্রæমুক্ত করে বিখ্যাত হেমায়েত বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা। তাই এ দিনটিকে স্মরণীয় করে রাখতে ৩ ডিসেম্বর শনিবার উপজেলার টুপুরিয়া হেমায়েত বাহীনির স্মৃতি যাদুঘরে ৮ ও ৯ নম্বর সাব সেক্টর কমান্ডার বিখ্যাত হেমায়েত বাহিনীর প্রধান মরহুম আলহাজ হেমায়েত উদ্দিন বীর বিক্রমের রূহের মাগফিরাত কামনা ও শত্রæমুক্ত দিবস উপলক্ষে শোক ও আলোচনা সভার আয়োজন করে হেমায়েত বাহিনীর মুক্তিযোদ্ধা প্রজন্ম। সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক কমান্ডার সামছুল হক মিয়া, ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ দাঁড়িয়া, বর্তমান ডেপুটি কমান্ডার মুজিবুল হক, সহকারী কমান্ডার আ: রাজ্জাক, হাবিবুর রহমান খান, ডা: লিয়াকত হোসেন, বিআরডিবির চেয়ারম্যান আ: আজিজ শেখ, প্রভাত রায়, ডা: দুলাল, সাবেক চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ জয়ধর, সুধারঞ্জন রায়, উজিপুরের সাতলা ইউপি চেয়ারম্যান খালেক আজাদসহ কালকিনি, নারায়ণগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদীর বীর মুক্তিযোদ্ধারা সভায় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ