Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বছর পর জাবি ছাত্রলীগের কমিটি নেতৃতে আসতে ১০ অছাত্র নেতার তোড়জোড়

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি হতে যাচ্ছে। এ কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোর নেতৃত্বে আসার জন্য নিয়মিত ছাত্র নেতাদের পাশাপাশি পড়াশুনা শেষ এমন অছাত্রর নেতারাও তোড়জোড় চালিয়ে যাচ্ছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এ শাখার কমিটি ঘোষণা করা হবে। আসন্ন এ কমিটির প্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার এক কর্মী সভা করে শাখা ছাত্রলীগ।
কমিটির এ তারিখ ঘোষণার পর থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী বহু অছাত্র নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে বিভিন্নভাবে ধরণা দিচ্ছেন। তারাও নিয়মিত ছাত্রদের মতো সংগঠনের নেতৃত্বে আসতে ব্যক্তিগত জীবন-বৃত্তান্ত (সিভি) কেন্দ্রের নিকট জমা দিয়েছেন। জানা যায়, ছাত্রত্ব নেই এমন অন্তত দশজন ‘শক্তিশালী’ নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য তাদের জীবন-বৃত্তান্ত কেন্দ্রের নিকট জমা দিয়েছেন। তারা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন শিশির। এছাড়া ২০০৯-১০ শিক্ষাবর্ষের ৩৯তম ব্যাচের সহ-সভাপতি কায়কোবাদ, আইনবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন, উপ-অর্থবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক দিদার হোসেন, সহ-সম্পাদক তানভীর হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিমন, এদের কারো ছাত্রত্ব নেই বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে।
এদিকে নিয়মিত ছাত্রদের মাঝে পদের দৌড়ে এগিয়ে আছেন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ, মানববিষয়ক উপ-সম্পাদক ফিরোজুর রহমান সবুজ। সহ-সম্পাদক অনিক কুমার দেবনাথ, মেহেদি হাসান রোমান, এস এম কিবরিয়া সাইমন, সাকিল মাহমুদ শাওন, শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিক, আল বেরুনী হল (স¤প্রসারিত) সভাপতি সুমন সরকার, আফম কামাল উদ্দিন হল সহ-সভাপতি ইউনুস আলী পরশ, মাসুদ ইউনুস সিফাত, আফম কামাল উদ্দিন হল সাধারণ সম্পাদাক এনামুল হাসান ভূঁইয়া নোলক, ছাত্রলীগ কর্মী শামিম আহমেদ। মেয়েদের মাঝে পদ প্রত্যাশায় এগিয়ে আছেন, জাহানারা ইমাম হলের সভাপতি আজরিন ফাতেমা, ফজিলাতুন্নেসা হল সাধারণ সম্পাদক খাদিজা ইয়াসমিন সুইটি, শেখ হাসিনা হলের সাংগঠনিক সম্পাদক শান্ত সেতু।
এসব পদপ্রার্থীরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের ক্যাপশনসহ ছবি নিয়ে মেতে উঠেছেন ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে প্রচার-প্রচারণায়। অনেকে কেন্দ্রীয় নেতাদের সাথে শুরু করেছেন নানা তদবির ও দেনদরবার। তবে পদপ্রত্যাশি অনেকের বিরুদ্ধে মাদকাসক্ত, সাংবাদিক মারধর, ৫ জানুয়ারির পূর্বে রাজনীতিতে নীরব থাকা, বটতলায় খাবার খেয়ে টাকা না দেয়াসহ নানান অভিযোগ উঠে এসেছে অনেক মাধ্যম থেকে।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ‘যারা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে রাজনীতি করে ও ক্লিন ইমেজের অধিকারী শুধু তাদের নিয়েই এ কমিটি গঠিত হবে।’
উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে জাবি শাখার ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ২০১৩ সালের ৩০ অক্টোবর কমিটি বর্ধিত করে ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়। সেই কমিটি দিয়ে ৪ বছর যাবত চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কিন্তু এ চারবছরে পূর্ণাঙ্গ হল কমিটিও দিয়ে যেতে পারেনি বর্তমান কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ