Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় ও আদালতে একাধিক প্রতারণার মামলা ও অভিযোগ পাওয়া গেছে। দাউদকান্দি পৌর সদরে আব্দুল হাকিম ও তার স্ত্রী বিউটি আক্তার ১৫ শতক জায়গা বিক্রয় করবে বলে উপজেলা সদরের মো. আব্দুল হাই মিলনের কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়ে নগদ ৭ লাখ টাকা নেয়। পরবর্তীতে তারা গত ৩ আগস্ট টাকা দেয়ার কথা বলে বিউটি আক্তার মোবাইল ফোনের মাধ্যমে আব্দুল হাই মিলনকে তার বাসায় নিয়ে বিউটি আক্তার তার স্বামী ও অজ্ঞাত আরো তিনজনের মাধ্যমে আব্দুল হাই মিলনকে গলা চিপে ধরে স্টাম্পে সই দিতে বলে তখন মিলনের কাছে দুইটি চেক ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরের দিন একটি চেক মিলনকে ফেরত দেয়। পরবর্তীতে আব্দুল হাই মিলন বাদী হয়েছে আব্দুল হাকিম ও বিউটি আক্তারসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে দাউদকান্দি মডেল থানা একটি মামলা দায়ের করেন। এছাড়া দাউদকান্দি মডেল থানয় আব্দুল হালিম ও বিউটি আক্তারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়া একটি সাধারন ডাইরি রয়েছে। কিছুদিন পূর্বে বিউটি আক্তার কুমিল্লা আদালত থেকে একটি ৭ ধারা মামলা থেকে জামিনে এসে পুনরায় আব্দুল হাই মিলনের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আব্দুল হাই মিলন প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ