রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় ও আদালতে একাধিক প্রতারণার মামলা ও অভিযোগ পাওয়া গেছে। দাউদকান্দি পৌর সদরে আব্দুল হাকিম ও তার স্ত্রী বিউটি আক্তার ১৫ শতক জায়গা বিক্রয় করবে বলে উপজেলা সদরের মো. আব্দুল হাই মিলনের কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়ে নগদ ৭ লাখ টাকা নেয়। পরবর্তীতে তারা গত ৩ আগস্ট টাকা দেয়ার কথা বলে বিউটি আক্তার মোবাইল ফোনের মাধ্যমে আব্দুল হাই মিলনকে তার বাসায় নিয়ে বিউটি আক্তার তার স্বামী ও অজ্ঞাত আরো তিনজনের মাধ্যমে আব্দুল হাই মিলনকে গলা চিপে ধরে স্টাম্পে সই দিতে বলে তখন মিলনের কাছে দুইটি চেক ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরের দিন একটি চেক মিলনকে ফেরত দেয়। পরবর্তীতে আব্দুল হাই মিলন বাদী হয়েছে আব্দুল হাকিম ও বিউটি আক্তারসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে দাউদকান্দি মডেল থানা একটি মামলা দায়ের করেন। এছাড়া দাউদকান্দি মডেল থানয় আব্দুল হালিম ও বিউটি আক্তারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়া একটি সাধারন ডাইরি রয়েছে। কিছুদিন পূর্বে বিউটি আক্তার কুমিল্লা আদালত থেকে একটি ৭ ধারা মামলা থেকে জামিনে এসে পুনরায় আব্দুল হাই মিলনের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আব্দুল হাই মিলন প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।