Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ৩:১৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে হেরোইন বিক্রির দায়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার ফসলান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আ: কাদের (৩২), বাহাদীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাইনুল ইসলাম (৪৫) ও পার্শ্ববতী ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বাবুর ছেলে স্বপন (৩০)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

জানা যায়, মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ এলাকায় আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন ডরমেটরির পেছন থেকে আনসার ও ভিডিপি সদস্যরা হেরোইন বিক্রির সময় ৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভূঞাপুরকে মাদকমুক্ত করতে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ