Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে পোড়ান হল সাড়ে আটলাখ টাকার অবৈধ মাছ ধরার জাল

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:৫৫ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা গালুয়া ও বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন খালে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ১৩ টি বেহুন্দি জাল, ২৫ টি চরঘেড়া জাল ও ৮ টি ভেসাল জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিসার মোঃ মোজাম্মেল। রাজাপুর উপজেলার দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ উদ্দোগে গালুয়া ও বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন খালে মোবাইল কোর্ট পরিচালনা করে জালগুলো জব্দ (উদ্ধার) করে।আজ ৩০ আগস্ট দুপুরে জনসম্মূখে ১৩ টি বেহুন্দি জাল, ২৫ টি চরঘেড়া জাল ও ৮ টি ভেসাল জাল আগুনে পুড়ে বিনস্ট করা হয়।যার আনুমানিক মূল্য সাড়ে আট লাখ টাকা।এ ব্যাপারে কাউকে আটক করতে পারেননি বলে জানিয়েছেন উপজেলা মৎস অফিসার।তাদের এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ