Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০১৬-২০১৭ অর্থ বছর ৪১তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মিলাদ মাহফিলের মধ্যদিয়ে ডোবরার পীর সাহেব আলহাজ হযরত মাওলানা আবু নাসের ফখরুদ্দিন আহমেদ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। ডোংগায় আখ নিক্ষেপের মাধ্যমে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রউফ খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ফচিক শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. হামিদুর রহমান, সাধারণ সম্পাদক কাজল বসু, মহা-ব্যবস্থাপক (কারখানা) মো. রফিকুল ইসলাম, মহা-ব্যবস্থাপক (কৃষি) সুরঞ্জন বাড়ৈ, মহা-ব্যবস্থাপক (অর্থ) মো. নজরুল ইসলাম, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আখের সর্বোচ্চ ফলনের চাষী হিসেবে বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আব্দুর রহমান এবং সর্বোচ্চ আখ রোপণে বোয়ালমারী সাব-জোন এলাকার আখচাষী সেকেন্দার আলীকে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের প্রধান রসায়বিদ মোস্তাক আহমেদ খান। মো. আব্দুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মো. নুর ইসলাম। চলতি মাড়াই মৌসুমে ৯০ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৭শ’ ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ। উল্লেখ্য গত (২০১৫-২০১৬) আখ মাড়াই মৌসুমে ৭৪ হাজার মেট্রিক টন আখ সংগ্রহের মাধ্যমে ১০৫ কার্যদিবসে ৪ হাজার ৫শ’ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। চিনি আহরণের লক্ষ্যমাত্রা হয় ৬.১৭ শতাংশ। গতবছরের উৎপাদিত চিনি চিনিকলের গুদামে ৫ হাজার ৫ শত মেট্রিক টন চিনি (যার বাজার মূল্য ৩৩ কোটি টাকা) অবিক্রিত অবস্থায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ