Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে

কুমিল্লায় বিএনপির সমাবেশে বরকত উল্লাহ বুলু

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১০:২৫ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আজকে বাংলাদেশে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন দামের কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আজকের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে দেশের মানুষ বিএনপি'র কর্মসূচিগুলোতে অংশ নিয়ে রাজপথে নেমেছে। মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। এই অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। হত্যা, গুম, হামলা, মামলা ও নির্যাতন চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর চর্থা চৌমুহনীতে মহানগর বিএনপি'র বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্য বৃদ্ধির ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বরকত উল্লাহ বুলু আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে এদেশের জনগণের মুক্তি মিলবে না। তাই আমাদের খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে হবে।

তিনি বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ আবারো বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। এরই মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ।

কুমিল্লায় বিএনপি ঐক্যবদ্ধ ও নগর বিএনপিতে তারুণ্যের নেতৃত্বের প্রশংসা করে বরকত উল্লাহ বুলু বলেন, কুমিল্লায় বিএনপিতে কোন মতভেদ নেই। আজকের সবাই ঐক্যবদ্ধ। আজকের বিশাল সমাবেশ প্রমান করে নগর বিএনপিতে শওকত আলী বকুল ও ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বের বিকল্প নেই। এমনিভাবে সারাদেশে তারুণ্যের নেতৃত্বের পথ ধরে বিএনপি'র আন্দোলন সংগ্রামকে জাগিয়ে তুলতে হবে এবং সরকার পতনের লক্ষ্যে আমরা এগিয়ে যাবো।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কুমিল্লা মহানগর বিএনপি'র আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত) শওকত আলী বকুলের সভাপতিত্বে ও সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সমাবেশে জেলা ও নগর বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ