Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাঁচটি সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছি-ডিপজল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল নতুন পাঁচটি সিনেপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছেন। মিরপুর ও অন্যান্য স্থানে সিনেপ্লেক্সগুলো নির্মিত হবে। সিনেপ্লেক্সগুলোতে যাতে সবশ্রেণীর দর্শক সিনেমা দেখতে পারে, এ লক্ষ্য নিয়ে নির্মাণ করবেন। ডিপজল বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আমি নতুন সিনেমা হল নির্মাণ কাজ শুরু করবো। পাঁচটি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছি। কম বাজেটের সিনেমা হল বানাবো, যাতে সব শ্রেণীর দর্শক সিনেমা উপভোগ করতে পারে। সিনেমা হলগুলোর কাজ যত দ্রুত সম্ভব শেষ করব। তিনি বলেন, এখন ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। সামনে আরও ভালো সিনেমা হবে। তিনি বলেন, একটা জিনিসই শিখেছি, আর তা হচ্ছে ফিল্ম। এটা নিয়েই দর্শকের পাশে থাকতে চাই। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা থাকলে আমাদের সিনেমা বানানোর আগ্রহ বাড়বে। এখন ভালো সিনেমা হচ্ছে। আপনারা সিনেমা দেখেন। আপনারা সিনেমা দেখলে আমাদের উৎসাহ বাড়বে। আরও বেশি সিনেমা নির্মাণ করতে পারব। আপনারা আমাদের পাশে থাকেন, আমরাও ভালো ভালো সিনেমা আপনাদের উপহার দেব। বর্তমান কাজ প্রসঙ্গে ডিপজল বলেন, গরম আমার সহ্য হয় না। প্রচণ্ড গরমের কারণে কাজ করতে পারছি না। গরম কমলে কাজ শুরু করব। আমার কিছু সিনেমা কাজ শেষ হয়েছে। এখন সেন্সরে যাবে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। এদিকে সাম্প্রতিক সময়ে শিল্পীদের মধ্যে পারস্পরিক বিদ্বেষপ্রসূত মন্তব্য নিয়ে ডিপজল বেশ বিরক্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেয়ার বিষয়টি তিনি ভাল চোখে দেখছেন না। তিনি বলেন, বর্তমান সময়ে শিল্পীদের মধ্যে কাদা ছোড়াছুড়ির প্রবণতা বেশি। বিভিন্ন ইস্যুতে একে অন্যকে আক্রমণ করে কথা বলতেও ছাড়েন না। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তাদের আভ্যন্তরীণ কোন্দল মুহূর্তে প্রকাশ্যে চলে আসছে। এতে বিভিন্ন মহলে শিল্পীরা হাস্যরসে পরিণত হচ্ছেন। তিনি বলেন, আমাদের মধ্যে কিছু কিছু লোক ফিল্ম নিয়ে হট্টগোল সৃষ্টি করছে। কিছু হলেই ক্যামেরার সামনে চলে আসছে, এগুলো ঠিক না। প্রত্যেকে নিজ নিজ সমিতিতে বিচার দিন। সেটা না করে হুটহাট ফেসবুক লাইভে সব বলে দিচ্ছেন, কেন? যে যেটা পারছে মুখ খুলে বলে দিচ্ছে। আমাদের বিষয়টা একটু গোপন রাখেন। এখন যা দেখছি, তা নোংরামি ছাড়া কিছু নয়। এই নোংরামি বন্ধ করে ভালো পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন। আমাদের ইজ্জত যাতে বাঁচে, এটুকু রাখার চেষ্টা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ