Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটিজেনদের মন্তব্যে বিরক্ত প্রভা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। শুটিংয়ের বাইরে অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন না। শুটিং শেষে বাসায় ফিরে আসেন। তবে ফেসবুক ও ইন্সটাগ্রামে তিনি সরব। বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দেন। তবে তার প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কয়েক মাস আগে সঙ্গীতশিল্পী ইমরানের সঙ্গে তার প্রেমের বিষয়টি বেশ চাউর হয়। ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। এতে সবার মধ্যে এ ধারণা প্রতিষ্ঠিত হয় প্রভা ও ইমরানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তখন তারা কেউ কোনো মন্তব্য করেননি। বিষয়টি চাউর হলে প্রভা তাদের দুজনের সব ছবি মুছে ফেলেন। এমনকী কমেন্ট অপশনও বন্ধ করে দেন। সম্প্রতি কমেন্ট অপশন পুনরায় চালু করেছেন। অনেকে তার প্রশংসা করলেও নেটিজেনদের একটি অংশ পূর্বের মতো তাকে নোংরা ভাষায় আক্রমণ করে মন্তব্য করছেন। এতে প্রভা বেশ বিরক্ত। এ নিয়ে প্রভা গত শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘আপনি যদি আমার স¤পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে জেনে রাখুন এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’ প্রভার এই পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তবে প্রভা তার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ