রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নির্মাণকাজ পরিদর্শন করেছেন, নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল। গতকাল সোমবার সকাল ১১টায় রামগড় স্থলবন্দর ও বাংলাদেশ- ভারত মৈত্রীসেতু-১ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান, প্যানেল মেয়র-২ আবুল বশর, কাউন্সিলর আহসান উল্লাহ, ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থলবন্দর নির্মাণ কাজের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পরিদর্শণ শেষে সচিব জানান, রামগড় স্থলবন্দরের নির্মাণকাজ প্রায় শেষের পথে, আশা রাখছি সেপ্টেম্ববের ১ম সপ্তাহে প্রাথমিকভাবে ইমিগ্রেশন চালু করা হবে এবং স্থলবন্দরটি চালু হলে বাংলাদেশ-ভারতের মানুষের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিসহ দু’দেশেরই অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা সচ্ছলতা বৃদ্ধি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।