Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে রামশীল ইউনিয়নের মহিলা মেম্বর বর্ণিতা মধুর ছেলে মৃদুল মধু (২২) নামের এক বখাটেকে আটকের ৮ ঘণ্টা পর রাতে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার জহরেরকান্দি গ্রামে। ওই স্কুলছাত্রীর পরিবার জানায়, স্কুলে যাওয়ার কথা বলে সকাল ৯টার দিকে না খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে খবর পাই যে বখাটেসহ তাকে জহরেরকান্দি গ্রামে সূর্য হালদারের বাড়িতে আটক করা হয়েছে। পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কুমার মধু ঘটনা নিশ্চিত জানান, ওই ছাত্রী এ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তবে সে আজ রোবাবার স্কুলে অনুপস্থিত ছিল। স্থানীয়রা পাশের বাড়িতে ওই শিক্ষার্থী এবং মৃদুল মধু নামের এক ছেলেকে আটকের বিষয়টি আমাকে জানায়। পরে চেয়ারম্যান সেখানে গেলে আমিও যাই এসময় ছেলে-মেয়ের অভিভাবকদের মধ্যে বিষয়টি আপোষ মিমাংসার কথা বলা হয়। রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস বলেন, আমার ইউপি সদস্য বর্ণিতা মধুর ছেলে মৃদুল মধু ও দশম শ্রেণির এক ছাত্রীকে আটক করার খবর পেয়ে সেখানে গিয়ে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমঝোতা করে নেওয়ার কথা বলে এসেছি। মৃদুল মধুর মা ইউপি সদস্য বর্ণিতা মধু রাতে ঘটনার বর্ননা দিয়ে বলেন, আমার ছেলে মৃদুল মধু ঢাকায় ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থী, গত রোববার দুপুরে আমার ছেলে এবং পাশের বাড়ির একটি মেয়েকে আটক করার খবর পাই। পরে সেখানে গিয়ে অনেক দেন-দরবারের পরে রাতে তাকে বাড়িতে নিয়ে আসি। স্থানীয় শংকর বাড়ৈ রাতে ওই বাড়িতে গিয়ে বিষয়টি গতকাল সোমবার দু›পক্ষের অভিভাবকদের নিয়ে একটা সমাধান করার কথা বলে তাদেরকে ছেড়ে দেয়। এঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে, তারা বলেন, সারাদিন একটা ছেলে একটা মেয়েকে আটকে রাখার পর বিষয়টি সমাধান না করে কেন রাতে তাদের ছেড়ে দেয়া হল। তাহলে তাদের আটক রাখা হয়েছিল কেন। এ খবর সংগ্রহ করতে গিয়ে ছেলে-মেয়েকে এক ঘরে মধ্যে দেখা গেছে, তবে তারা কিছু বলতে রাজি হননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ