Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ৬:২৬ পিএম

ময়মনসিংহের ফুলপুরে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত মূল্যে সার বিক্রি, অবৈধ মজুদ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা ইত্যাদি অপরাধে উপজেলার আমুয়াকান্দা বাজার ও ভাইটকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান ও থানা পুলিশ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ