বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে ১ হাজার ৭শ’ পরিবার পেল টিসিবি›র পণ্য পচা পেঁয়াজ। প্রতি প্যাকেজে পচনধরা পেঁয়াজ গছিয়ে দেয়ার অভিযোগ করেছেন ক্রেতা সাধারণ।
জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মাঠ চত্বরে ১ হাজার ৭শ’ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ৪৬৫ টাকায় একটি করে প্যাকেজ দেওয়া হয়েছে। তাতে রয়েছে দুই কেজি ডাল, দুই লিটার তেল, এক কেজি চিনি ও তিন কেজি পচা পেঁয়াজ । বাজারে দ্রব্য মূল্যে দাম বেশি থাকায় সাধারণ জনগণ একটু স্বস্তির পাবার জন্য কম দামে একটি টিসিবি›র প্যাকেজ কিনে নিচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ডিলারগণ টিসিবির পণ্য পচা পেঁয়াজ প্যাকেজে ঢুকিয়ে দিচ্ছে।
স্থানীয় মালেক মন্ডল বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে আজ ৪৬৫ টাকা দিয়ে একটি প্যাকেজ নিয়েছি তাতে রয়েছে ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার তেল এই তিন জিনিস ভালো আছে কিন্তু ৩ কেজি পেঁয়াজ একেবারেই পচা। এটা ঘরে রাখা যাবে না। কালকের মধ্যেই সব পিয়াজ পচে গলে যাবে। তা ফেলে দিতে হবে।
মোস্তাক ও লাল্টু বলেন, সরকার তো সাধারণ মানুষের খাবারের জন্য টিসিবির ভালো পণ্য দিচ্ছে। কিন্তু ডিলাররা তাদের ব্যবসার স্বার্থে আমাদেরকে পচা পণ্য দিয়ে ঠকিয়ে ব্যবসা করে যাচ্ছে।
মেসার্স শাপলা ট্রেডার্স এর মালিক রঞ্জন রাহা বলেন, টেকের হাট টিসিবি›র অফিস থেকেই পচা পেঁয়াজ দিয়েছে। তারপর আমরা আবার প্যাকেট করে রেখেছি, সে কারণে একটু পচে গেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, টিসিবির পণ্য পচা পেঁয়াজ আমার নজরে এসেছে। আমি এসি ল্যান্ডকে নিয়ে গিয়ে তদন্ত করে দেখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।