রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ায় হোমিও চিকিৎসকরা নামের পূর্বে ডাক্তার লেখাসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার তাদের চেম্বার বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক দেশব্যাপি ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে উপজেলার প্রায় শতাধিক হোমিও চিকিতসক দিনভর তাদের চেম্বার বন্ধ রেখে ধর্মঘটে অংশ নেয়। মঠবাড়িয়া খান মেডিকেল হলের স্বত্তাধিকারী ডা. খান মো. মিলন মিয়া জানান, স্বাস্থ অধিদপ্তর থেকে হোমিও চিকিতসকদের বিভিন্ন সময়ে হয়রানির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে তারা ধর্মঘট পালন করে। হোমিও ডাক্তার ও মিরুখালী কলেজের শিক্ষক ডা. মো. আবদুল হক জানান, সম্প্রতি নারায়নগঞ্জে বিএইচএমএস চিকিৎসক ডা. আজিজুর রহমানকে নামের আগে ডাক্তার লেখার কারনে প্রশাসন কর্তৃক তাকে হয়রানি করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ওষুধ প্রশাসন হোমিও চিকিৎসকদের হয়রানি করে আসছে। হয়রানির প্রতিবাদ এবং ডাক্তার লেখার দাবিতে আগামীতে তারা বড় ধরনের কর্মসূচি দেবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।