রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা হামলার প্রতিবাদে বাগেরহাটে আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে সদর উপজেলা আ.লীগের উদ্যোগে খানজাহান আলী মাজার মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, নকীব নজিুল হক নজু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দীন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন।
সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় এই সমাবেশে সদর উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।