রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘দূষনমুক্ত পরিবেশ গড়ি, নিজ ওয়ার্ড পরিচ্ছন্ন রাখি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাজীপুরে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার লক্ষ্যে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে নগরীর ১৭নং ওয়ার্ডের রওশন সড়কে এ র্যালির আয়োজন করা হয়। স্থানীয় ওয়ার্ড স্বাস্থ্য উন্নয়ন কমিটি ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে এবং আরবান হেলথ, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ওই ওয়ার্ডের কাউন্সিলর ও আ.লীগ নেতা মো. রফিকুল ইসলাম বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন। র্যালি শেষে আরবান হেলথ, কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল কোঅর্ডিনেটর মো. হাফিজুল ইসলাম, টেকনিক্যাল কোঅর্ডিনেটর মনীষা মাফরুহা, ডা. আব্দুস সালাম বক্তব্য রাখেন। তারা পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে স্থানীয়দের সহযোগীতা কামনা করেন এবং সকলকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানান।
পরে চারজন ময়লা সংগ্রহকারিকে সুরক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য ড্রাম স্থাপন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।