Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌগাছায় শ্বাসরোধ করে স্ত্রীকে খুন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৮:২২ পিএম

যশোরের চৌগাছায় সাহিদা খাতুন (২৭) নামে এক কোল্ডস্টোর শ্রমিককে শ্বাসরোধে হত্যা পালিয়েছে স্বামী সেলিম মন্ডল নামে আরেক কোল্ডস্টোর শ্রমিক। উদ্ধারের সময় মরদেহের গলায় প্রায় ৬ ইঞ্চি দৈর্ঘ্যের গভীর দাগ এবং নিহতের হাত-পা ছড়ানো অবস্থায় চিৎ হয়ে শোয়ানো ছিলো। পুলিশ ও স্থানীয়দের ধারণা গভীর রাতে ঘুমের মধ্যে নিহতের দ্বিতীয় স্বামী সেলিম মন্ডল রশি দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যায়।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার (ব্র্যাক অফিস পাড়া) একটি ভাড়ার টিনশেড বাড়ির মেঝেতে কাথা দিয়ে ঢেকে রাখা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাহিদা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। আর পালাতক স্বামী সেলিম মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লার দরগাহর বদিনাতলা গ্রামের মৃত-নজির মন্ডলের ছেলে। গত দেড় মাস (৪৫ দিন) আগে তারা চৌগাছা বাজারের চৌগাছা হোটেলের মালিক মামুন হোসেনের ব্র্যাক অফিসপাড়ার টিনশেডের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে থাকতেন এবং পাশের ডিভাইন কোল্ড স্টোরে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের পিতা রবিউল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, তার মেয়ের আগে এক জায়গায় বিয়ে হয়েছিলো। সেখানে তার একটি ছেলে রয়েছে। আগের জামাই তার (রবিউলের) সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সাহিদা চৌগাছা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ডিভাইন কোল্ডস্টোরে আলু বাছাই শ্রমিকের কাজ নেন। সেখানেই ট্রাকে আলু তোলা নামানোর কাজ করা সেলিম মন্ডলের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

তিনি বলেন, প্রায় দুই মাস আগে মেয়ে আমাকে বলে সেলিমের সাথে বিয়ে করবে। তখন আমি বলি কুষ্টিয়ার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না। পরে তারা দুইজনে এখানে বাসা ভাড়া নিয়ে থাকতো। আজ সব শেষ হয়ে গেলো।

নিহতের পাশের রুমের ভাড়াটিয়া বকুল হোসেনের স্ত্রী সেলিনা খাতুন জানান, রবিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাহিদাদের ঘরের দরজায় তালা মারা না থাকায় দরজায় ধাক্কা দিয়ে দেখেন মৃত অবস্থায় শাহিদাকে কাথা দিয়ে ঢাকা রয়েছে। এরপর তিনি স্থানীয়দের ও বাড়ির মালিক মামুনকে জানান। পরে মামুন ও স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বাড়িটির মালিক মামুন হোসেন জানান, আমার স্ত্রীর পরিচিত হিসেবে সাহিদা বাসার রুমটি ভাড়া নেন। দেড় মাস ভাড়া নিলেও তারা এক মাসের ভাড়াও এখনো পরিশোধ করেননি।
চৌগাছা থানার এসআই বাচ্চু শেখ বলেন, মরদেহটি উদ্ধার করে সুরাহতল শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পালাতক থাকায় আমরা তাকে গ্রেফতারে অভিযানে রয়েছি। তিনি বলেন, নিহতের গলায় প্রায় ৬ ইঞ্চি দৈর্ঘ্যের গভীর দাগ রয়েছে। তার স্বামী গ্রেফতার হলে বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে যা আরো নিশ্চিত হওয়া যাবে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেলিম মন্ডলকে আটকে অভিযান শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ