Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মিলেনিয়াম কোম্পানিজ-এর মধ্যে সমঝোতা চুক্তি

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মিলেনিয়াম কোম্পানিজ সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মিলেনিয়াম কোম্পানিজের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো প্যাসিফিক মটরস্ লিমিটেড, হুন্দাই মটরস্ বাংলাদেশ লিমিটেড, মিলেনিয়াম স্যাংইয়ং মটরস্ লিমিটডে ও মিলেনিয়াম মটরস্ লিমিটেড। প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে নিশান, হুন্দাই, স্যাংইয়ং ও জাগুয়ার এবং ল্যান্ড রোভার গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক। প্রতিষ্ঠানগুলো এ বছরের জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসে বিশেষ প্রচারণার আওতায় তাদের বিভিন্ন মডেলের গাড়ির উপর বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে। ক্যাম্পেইনটি উপভোগ করার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নিয়ে এসেছে মাত্র ১১ শতাংশ ইন্টারেস্টে আকর্ষণীয় অটো লোন অফার। এছাড়া এই সময়ে উল্লেখিত চারটি অটোমোবাইল প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কোন প্রসেসিং খরচ ছাড়াই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর অটো লোন সুবিধা পাবে। এই সমঝোতা চুক্তি মোতাবেক গ্রাহকরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড-এর মাধ্যমে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা পাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার বলেন, “নিশান, হুন্দাই, স্যাংইয়ং ও জাগুয়ার এবং ল্যান্ড রোভার-এর মতো ব্র্যান্ডগুলোর সাথে সম্মিলিত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মিলেনিয়াম কোম্পানিজ-এর মধ্যে সমঝোতা চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ