Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে রিক্সা-অটো রিক্সার লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সমাবেশ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৬:৪৫ পিএম

শেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের রিক্সা, অটো রিক্সা অতিরিক্ত লাইসেন্সের
মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মানব বন্ধন করেছে মালিক
শ্রমিকরা।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে সদর উপজেলা রিক্সা ও
রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ময়মন ৫৫) এর আয়োজনে ওই
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল
আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম
লিটন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলাইমান আহমেদ,
সংগঠনের উপদেষ্টা জুলহাস উদ্দিনের, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ
প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, শেরপুর পৌরসভা বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্তৃক
ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্স লাইসেন্সের জন্য অসহনীয় মূল্য বৃদ্ধি
করা হয়েছে। যা দ্রুত কমিয়ে আনতে হবে এবং লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করতে
হবে। তারা আরও বলেন, যাত্রী ভাইদের কাছে অনুরোধ যেখানে অটোরিক্সা ভাড়া ৫
টাকা সেখানে ১০ টাকা দিতে হবে। আমরা শ্রমিকেরা বিলাসী জীবন চাই না,
পরিবার পরিজন নিয়ে দু’মুঠো খাবার খেয়ে বাচঁতে চাই, আমাদের কথা চিন্তা করে
আমাদের রুটি-রোজগার করে বাঁচার সুযোগ দিন। এছাড়াও শ্রমিকেরা যাতে হয়রাণী
ও নির্যাতনের শিকার না হয় এজন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তবে শ্রমিকদের যাত্রীদের কাছে ডাবল ভাড়া আদায়ের প্রতিবাদ করেছেন স্থানীয় যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ