Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈশ্বরদীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ, চারজন আহত

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৬:০৭ পিএম

আজ সকাল আনুমানিক ১১ টায় ঈশ্বরদী উপজেলার লক্ষিকন্ডা ইউনিয়নের চর কুরুলিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতরা হচ্ছে রন্টু প্রামাণিকের ছেলে লালন (৩০) আব্দুস সামাদের ছেলে রাব্বি (২২) আব্দুস সামাদ( ৪২) ও তার স্ত্রী কল্পনা(৩৬)। এদের মধ্যে লালনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, উল্লেখিত এলাকার মুকুল সরদার গং ও তালেব মোল্লা গং এর মধ্যে ৬শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে সশস্ত্র অবস্থায় তালেব মোল্লা গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ঐ জমি দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তালেব গংদের ধারালো অস্ত্রের আঘাতে লালন গুরুতর আহত হয়। অন্যরা লোহার পাইপ ও লাঠির আঘাতে আহত হয়। সংঘর্ষের পর তাদের উদ্ধার করে পাবনা জেলা রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালনের অবস্থা আশংকাজনক।

এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের পক্ষে রাব্বি জানান, মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ