Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

থানায় মামলা করায় পুনরায় বাড়িতে হামলা

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৪:১৭ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের বিয়ারা গ্রামের প্রবাসে অবস্থারত রেমিটেন্সযোদ্ধা মো. জুয়েল মিয়ার স্ত্রীকে গত ৩রা আগষ্ট একই গ্রামের মোঃ নূরুল গফুর ভূইঁয়ার পুত্র কথিত ইয়াবা ব্যবসায়ী সিদ্দিক মিয়া (৪০) ধর্ষনের চেষ্ঠা চালায়। ধর্ষনের ব্যর্থ হয়ে সিদ্দিক গৃহবধুকে মারধর করে। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় বিগত ১৯শে আগষ্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৃহবধু বাদী হয়ে একজনকে আসামী করে একটি নিয়মিত মামলা দায়ের করে। মামলা নং ১২। মামলার তদন্তকারী পুলিশ অফিসার মো. নূর আলম আসামী গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করায় আসামী সিদ্দিক মিয়া ক্ষিপ্ত হয়ে মামলা প্রত্যাহার করার জন্য হুমকী সহ গত ২৬ আগস্ট দিবাগত ভোর রাতে মামলার বাদীনীর বাড়িতে পুনরায় হামলা চালায়। আসামী সিদ্দিক মিয়া, শাহজাহান ও তাড়াইল উপজেলার দামিহা গ্রামের জিয়াউর রহমানের পুত্র রামিম সহ অজ্ঞাত আরও ২/৩ জন বাদীনীর বাড়িতে প্রবেশ করে বাদীনীকে মামলা তুলে আনার জন্য বল প্রয়োগ করে। এসময় আসামীরা ২টি মোবাইল ফোন সেট যার মূল্যে ৩০ হাজার টাকা ও নগদ ৩৭ হাজার টাকা অস্ত্রের মুখে ছিলতাই করে নিযে যায় এবং মামলা প্রত্যাহার না করলে খুন করার হুমকী দিয়ে যায়। ২য় বারের মত উক্ত ঘটনায় গৃহবধু রেশমা আক্তার ২৭ আগস্ট বাদী হয়ে নান্দাইর মডেল থানায় ৩জনের নাম উল্লেখ সহ আরও একটি এজাহার দায়ের করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওবায়দুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন সহ দ্রæত সকল আসামীদের আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ