Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার দৌলতপুরে সার ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১০:৩৪ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে সরকার অনুমোদিত ডিলার বা সাব-ডিলার না হয়েও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার বিক্রয়ের অপরাধে সাহাবাস আলী (৪৫) নামে এক সার ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে অভিযান চালিয়ে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

এ সময় দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডিত সার ব্যবসায়ী সাহাবাস আলী একই গ্রামের মৃত সামছের আলীর ছেলে।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, সারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পান সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ