Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামাতো ভাই গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৯:১৯ পিএম

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় ৭ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাব্বী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। রাব্বী ধর্ষিতা শিশুর মামাতো ভাই।

এর আগে, গতকাল শুক্রবার (২৬ আগস্ট) বিকালে জেলার সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। একই গ্রামের সলেমান আলীর ছেলে রাব্বী। শিশুটি ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিঞ্চুপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্রী।

মামলাটি সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী গত বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৪টার দিকে তার মামার বাড়িতে মান কচুর তরকারি দিতে যায়। ওই সময় তাদের বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মামাতো ভাই রাব্বী তাকে একাকী পেয়ে মুখ চেপে ধরে শয়ন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শুক্রবার বিকেলে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রাব্বীকে গ্রেফতার করে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষনের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



 

Show all comments
  • Harunur Rashid ২৭ আগস্ট, ২০২২, ১০:৪৪ পিএম says : 0
    Neuter this p..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ