রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ব্যবসায়ীর বহুতল ভবনের বাসা থেকে পান্না আক্তার মনি (২৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রায়পুর বাস টার্মিনালের পাশেই দক্ষিণ দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাসা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত পান্না আক্তার উপজেলার চরপাতা গ্রামের কাজী উদ্দিন হাওলাদার বাড়ির আব্দুল হামিদের মেয়ে।
ব্যবসায়ী নুরুল আমিন জানান, শনিবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা পান্না আক্তার মনির লাশ একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে রায়পুর থানা পুলিশকে খবর দেয়া হয়। তিনি আরো দাবি করেন, মেয়েটির একটি ছেলের সাথে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। ঐ ছেলে বিয়ে না করায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করেন। এছাড়া অন্য কোনো সমস্যা ছিলো না।
এ বিষয়ে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণ করছি। নিহতের ভাই রিপন হোসেন বাদী হয়ে থানায় জিডি করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।