বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার ভেড়ামারায় রেস্টুরেন্টে ঢুকে ছাত্রদলের সাত নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের ধোয়া রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত ছাত্রদল নেতাকর্মীরা জানান, বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে আসিফ রেজা শিশির মোল্লা (২৬) কয়েকজন বন্ধু নিয়ে ভেড়ামারা শহরের ধোয়া রেস্টুরেন্টে খেতে যান। একই সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ছাত্রলীগের পূর্ব নির্ধারিত আলোচনা সভা চলছিল। শহরের ওই রেস্টুরেন্টে দৌলতপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদর অবস্থানের কথা জানতে পেরে ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলা চালায়। হামলায় ছাত্রদলের সাত নেতাকর্মী আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন- আসিফ রেজা শিশির মোল্লা (২৬), তপন আলী (২৮), রোকন আলী (২৭), মাসুদজ্জামান রুবেল (২৮), আমির হামজা মিঠু শেখ (২৮), শামিম রেজা (২৭) ও খালিদ বিন শহীদ (২৮)।
এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছাত্রদলের নেতাকর্মীরা শোকসভায় আগত ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা জানান, ছেলেসহ তার বন্ধুরা ভেড়ামারা রেস্টুরেন্টে খেতে যান। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই রেস্তোরাঁয় কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।