Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে ৫৯ ভরি স্বর্ণসহ আটক

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর কামারখালী টোলপ্লাজা এলাকা থেকে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার গভীর রাত ১২টায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এইচ আর পরিবহনের (যশোর ব-১১-০১৩৯) যাত্রীবাহী পরিবহনে তল্লাশী করে ৫৯ ভরি, ৭ আনা, ১রতি ৫ পয়েন্ট (৬৯৩.৩৮ গ্রাম) স্বর্ণ উদ্ধার এবং এক সোনা চোরাকারবারীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ, ৭৭ হাজার, ৪৪০ টাকা। আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৫০) সাতক্ষীরা জেলার কালীগজ্ঞ উপজেলার নলতা গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে। মধুখালী থানার ওসি তদন্ত মো. গোলাম নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানের নেতৃত্বে এস আই মনিরের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর কামারখালী টোলপ্লাজার কাছে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এইচ আর পরিবহনের হাবিবুর নামের এক যাত্রীকে আটক করে তার দেহ তল্লাশী করে তার পায়ের হাটুর নিচে মোজার মধ্যে বিশেষ কায়দায় রাখা অবস্থায় স্বর্ণ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ